Bokom Bok ... Onorthok

E dokane jodi paao boka boka gondho...
Beshi matha khaatiyo-na, lege jaabe dhondho...
Bhebo na ko khub beshi Debu'r dokane eshe...
Bhalo-mondo jai hok jaaniye jao bhalobeshe.


Sukumar Babu-r Ha-Ja-Ba-Ra-La


হযবরল

সুকুমার রায়


-----------------------------------------------------------



বেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল ``ম্যাও!'' কি আপদ! রুমালটা ম্যাও করে কেন?
চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা-সোটা লাল টক্টকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাট্ প্যাট্ করে আমার দিকে তাকিয়ে আছে!
আমি বললাম, ``কি মুশকিল! ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল।''
অমনি বেড়ালটা বলে উঠল, ``মুশকিল অবার কি? ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাঁক্পেঁকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে।''
আমি খানিক ভেবে বললাম, ``তা হলে তোমায় এখন কি বলে ডাকব? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছ রুমাল।''
বেড়াল বলল, ``বেড়ালও বলতে পার, রুমালও বলতে পার, চন্দ্রবিন্দুও বলতে পার।'' আমি বললাম, ``চন্দ্রবিন্দু কেন?''
শুনে বেড়ালটা ``তাও জানো না?'' বলে এক চোখ বুজে ফ্যাচ্ফ্যাচ্ করে বিশ্রীরকম হাসতে লাগল। আমি ভারি অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হল, ঐ চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয় আমার বোঝা উচিত ছিল। তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ``ও হ্যাঁ-হ্যাঁ, বুঝতে পেরেছি।''
বেড়ালটা খুশি হয়ে বলল, ``হ্যাঁ, এ তো বোঝাই যাচ্ছে--- চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য শ, রুমালের মা--- হল চশমা। কেমন, হল তো?''

Er beshi bangla font type korle kichhu jaantrik golmaal dekha dichchhe tai puro-ta sorasori ekhane chhapte parlam na...dukkhito. Er poreo porte chaile ...ekhaane achhe puro 'HA-JA-BA-RA-LA'...

1 Responses to “Sukumar Babu-r Ha-Ja-Ba-Ra-La

  1. # Anonymous Anonymous

    Oshadharon, Debolin.
    Tumi eishob resource-er shondhaan paao kotha theke?
    Bohu bochor por Hajabarala porte peye bhishon khushi holam.
    Chaliye jaao.  

Post a Comment



© 2006 Bokom Bok ... Onorthok | Google Newsby Google Sambaad.

Amake ekhaneo pawa jaabe....